Solve Expired Certificate Problem
Expired Certificate Problem নোকিয়ার এই মোবাইলগুলোতে আমরা কোন সফটওয়্যার ইনসটল করতে গেলে অধিকাংশ সময় এই ERROR MESSAGE গুলো দেখায় “certificate error! contact with validate supplier” এর মানে হল আপনি যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটি ইনস্টল করতে হলে সাইন করিয়ে এর মেয়াদ বারাতে হবে। এই সমস্যা সমাধানের ২টি উপায় আমার জানা আছে। ১। পিসির মাধ্যমে। ২। মোবাইলের মাধ্যমে। পিসির মাধ্যমে সাইন করানো অনেক সহজ। তাই আজকে আমি কিভাবে পিসির মাধ্যমে সাইন করা যায় তা বলব। প্রথমেই আমাদের “sign4ever” নামের সফটওয়্যারটি লাগবে। ডাউনলোড করতে লিন্কে ক্লিক করুন। সফটওয়্যারটি জিপ ফাইলে আসবে। ফাইলটি আনজিপ করুন। দেখবেন “sign4ever” নামে একটা application দেখাচ্ছে। এবার এ্যাপ্লিকেশনটি নতুন কোন ফোল্ডার এ মুভ করুন। এবার আপনি যে এ্যাপ্লিকেশনটি সাইন করাতে চান সেই এ্যাপ্লিকেশনটি আপনার “sign4ever” ফোল্ডারে কপি করে নিয়ে যান। এবার “sign4ever” সফটওয়্যারটি চালু করুন। এখন আপনার কি-বোড থেকে যে কোন ১টি বাটনে ক্লিক করুন। দেখবেন ৪-৫টি নতুন ফাইল সেই ফোল্ডারে যোগ হয়েছে। এবার সফটওয়্যারটি ক্লোজ করুন। লক্ষ্য করুন নতুন যোগ হওয়া ফাইলগুলোর মধ্যে “signed” নামে একটি SIS এ্যাপ্লিকেশন আছে। এই এ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল দিন। ব্যাস এবার দেখবেন যাদুর মতো এ্যপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল হয়ে গেছে।
0 comments:
Post a Comment